তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
পৌষ শুরু হতে আরও দুই সপ্তাহ বাকি। এর মধ্যেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। গত ছয় দিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতে ও ভোরে অনুভূত হচ্ছে তীব্র শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আজ সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ সেলসিয়াস।
তিনি জানান, দেশের আকাশ প্রায় মেঘমুক্ত। এর ফলে হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাস সহজেই উত্তরাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে।
তেঁতুলিয়ায় শুক্রবার সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ১৩ দশমিক ৩ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
Comments