নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে ঝটিকা মিছিল
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ পটুয়াখালীতে আজ ঝটিকা মিছিল করেছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ-বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত খান।
মিছিলটি শহরের পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে শেষ হয়। সেখানে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার ছবিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ বলেন, মিছিলের কথা শুনেছি। মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments