ভারতের উপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

আবারও পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিবেশী দেশে যেতে চায় না তারা। যে কারণে আইসিসি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 'হাইব্রিড' মডেলের। সে প্রস্তাব মেনে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির এই অবস্থান পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। একই সঙ্গে ভারতের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে কোনো ধরণের ক্রিকেট খেলতে যায়নি ভারত। সবশেষ এশিয়া কাপেও দলটি যেতে না চাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হয়েছে আসরটি। ভারতের খেলাগুলো সহ টুর্নামেন্টের শেষ দিকের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন কিছুর আশা করছে ভারত। তবে তাতে রাজী হয়নি পাকিস্তান। তাতেই অভিযোগ জানিয়েছেন আফ্রিদি। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফেলছেন বলে তোপ দাগিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে আইসিসিকে কর্তৃত্ব দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

অথচ চলতি বছরই ভারতে বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান। এর আগেও গিয়েছে কয়েক দফা। সেসব বিষয় উল্লেখ করে টুইটার খ্যাত সামাজিক মাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, 'বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে।'

'হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে,' যোগ করেন আফ্রিদি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারতীয় সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে টুর্নামেন্ট নিজেদের দেশেই আয়োজন করতে চায় পিসিবি।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago