বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া খালাস

খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ বিএনপির দুই শীর্ষ নেতাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আত্মপক্ষ সমর্থনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আবু তাহের খালাসের আদেশ দেন বলে দ্য ডেইলি স্টারকে জানান আদালতের কর্মচারী মেহেদী হাসান শাকিল।

তবে সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান, বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

এদের মধ্যে একমাত্র সিরাজুল এখন পলাতক।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে সর্বোচ্চ দরদাতাকে দেওয়া ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা ও তার মন্ত্রিসভার ১০ সাবেক সহকর্মীসহ ১৬ জনকে আসামি করে দুর্নীতি দমন কমিশন শাহবাগ থানায় মামলাটি করে।

২০০৮ সালের ৫ অক্টোবর এ মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়াসহ সাত আসামি বিচার চলাকালে মারা যান। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মোজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

5h ago