মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করল পেট্রোবাংলা

পেট্রোবাংলা, ইডেন মহিলা কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ,

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন কোম্পানিগুলোতে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীদের কেন্দ্র ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ছিল তাদের পরীক্ষা ইডেন মহিলা কলেজ (রোল নম্বর: ৩২০০০০০১ থেকে ৩২০০৫০০০), হোম ইকোনমিকস কলেজ (রোল নম্বর: ৩২০০৫০০১ থেকে ৩২০০৭২০০) ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে (রোল নম্বর: ৩২০০৭২০১ থেকে ৩২০০৯০০০) নেওয়া হবে।

কেন্দ্র পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এজন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হয়েছে।

এসএমএস পাওয়ার পর http://bogmc.teletalk.com.bd/admidcard ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে

তবে অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে হবে।

নতুন প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt plans to include private sector in US tariff talks

Bangladesh is currently reviewing the proposals and will send a response within the next couple of days, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday over the phone.

13h ago