‘চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্য বন্ধুত্বের চেতনার পরিপন্থী’

Foreign_Ministry

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে 'ভিত্তিহীন' অভিহিত করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 'এটি শুধু তথ্যগত বিভ্রান্তিকর নয়, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বের চেতনা ও বোঝাপড়ার পরিপন্থীও।'

এতে আরও বলা হয়, '(ভারতীয়) বিবৃতিতে সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার-জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে না।'

'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়' সংক্রান্ত একটি বিষয়ে গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষত ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের কর্তব্য। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে,' উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশা ও গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর একটি মহল থেকে ভুল ধারণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আবারও বলতে চায় যে, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বিচার বিভাগের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করে না। বিষয়টি বর্তমানে আইন-আদালতের মাধ্যমে বিচার করা হচ্ছে।

চট্টগ্রামে মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে।

Comments

The Daily Star  | English

July uprising declaration: Student leaders in meeting after govt's move

The meeting, which started at 10:00pm, is being held at the office of the Anti-Discrimination Student Movement office in the capital's Bangla Motor area

1h ago