শ্রীপুরে উচ্ছেদ অভিযানে যাওয়া ইউএনওর গাড়িতে হামলা

বনের জমি উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শেষে ফেরার সময় ইউএনওর গাড়িতে হামলা হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ইজ্জতপুর বাজারের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগের এক কর্মী আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বনের জমি উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শেষে ফিরে যাওয়ার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত এ হামলা করে। 

অভিযানে যাওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্ণব দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্বৃত্তরা আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে ইউএনওর গাড়ির সামনে কাঁচের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় একজন চালক হাতে আঘাত পেয়েছেন।'

জানতে চাইলে শ্রীপুরের ইউএনও সজিব আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের জমি অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago