স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা তিন সেঞ্চুরি করে তিলকের বিশ্ব রেকর্ড

Tilok Varma

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে যেখানে থেমেছিলেন। ঘরোয়া ক্রিকেটে নেমে সেখান থেকেই যেন শুরু করলেন তিলক বর্মা। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে নেমে ৬৭ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তাতে বাঁহাতি ব্যাটার গড়েছেন বিশ্ব রেকর্ড।

২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নাম লেখালেন তিলক। শনিবার রাজকোটে মেঘালয়ের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ৬৭ বলে ১৫১ করেন তিলক, মারেন ১৪ চার আর ১০ ছক্কা।

মাত্র কদিন আগে আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ বলে ১০৭ করার পর ৪৭ বলে করেছিলেন ১২০ রান। বিশ্ব রেকর্ডের পাশাপাশি নিজ দেশের হয়েও আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে দেড়শো রানের বেশি ইনিংস খেলা প্রথম ভারতীয় পুরুষ ব্যাটার তিলক। তিনি ভেঙেছেন শ্রেয়াস আইয়ারের ১৪৭ রানের ইনিংসের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা সফরে তিলককে তিন নম্বরে প্রমোশন দেন সূর্যকুমার যাদব। এই সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি। টানা দুই সেঞ্চুরিতে ভারতীয় দলে নিজের নাম পোক্ত করার পর ঘরোয়া ক্রিকেটে ফিরেও তিনে নামেন তিলক। এরপর চার-ছয়ের তাণ্ডবে এলোমেলো করে দেন প্রতিপক্ষকে।

তিলকের রেকর্ডময় দিনে ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রানের পাহাড় গরে হায়দরাবাদ। এরপর মেঘালয়কে মাত্র ৬৯ রানে গুটিয়ে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে তারা। টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা তিলক আইপিএলে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি।

Comments

The Daily Star  | English

47th BCS applications to open on December 10

Online applications will open on December 10 at 10:00am and close on December 31 at 11:59pm

16m ago