গাজীপুরে বিএনপির বিরুদ্ধে বাসদের সভায় হামলা-ভাঙচুরের অভিযোগ

গাজীপুর চৌরাস্তায় বাসদের অনুষ্ঠানের মঞ্চে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরে বাসদের (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। 

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়।

বিকেল ৫টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ আয়োজক কমিটির। 

বাসদ গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৪টার দিকে আমাদের সভা শুরু করি। এর কিছুক্ষণ পর বিএনপিকর্মী পরিচয় দিয়ে মোবারক হোসেন নামে এক যুবক ১০-১২ জনসহ এসে আমাদের সভা করতে নিষেধ করে।'

'সভা করা যাবে না বলে একপর্যায়ে তারা সভার মঞ্চে উঠে টেবিল, মাইক ভাঙচুর করে। মঞ্চের সামনে কর্মীদের বসার চেয়ার ভেঙে ফেলে,' বলেন তিনি।

ঘটনার সময় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদের সদস্য সচিব রাহাত আহমেদ, বাসদ গাজীপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোবারক হোসেন চৌরাস্তা এলাকায় সেবা হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসিতে বসেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিছুদিন আগে তিনি জেল খেটে বের হয়েছেন। আজ তিনি লোকজন নিয়ে বাসদের অনুষ্ঠানে হামলা করেছেন।' 

জানতে চাইলে স্থানীয় বাসন থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি চান্দনা চৌরাস্তা এলাকার ডিউটিতে আছি। এখানে মসজিদ মাঠে বাসদের সভায় বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে।'

এ বিষয়ে জানতে বিএনপির পরিচয়দানকারী মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে ফোন দিলে তিনি তিনি রিসিভ করেননি। 

যোগাযোগ করা হলে বিএনপি বাসন থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসদের সভায় বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করার বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব। অন্য একটি অনুষ্ঠানে আমি ব্যস্ত ছিলাম। এ কারণে সব বিষয়ে খোঁজখবর নিতে পারিনি।' 

Comments