পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

ওই আসামির নাম রায়হান উদ্দিন। পুলিশ জানিয়েছে, তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি।

আকবর শাহ থানাধীন বাংলাবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশি কিছু মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

হামলার পরে আকবর শাহ থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মফিজ, ইকবাল, ফয়েজ ও শিমুল মিয়া নামে চারজনকে গ্রেপ্তার করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, 'ওই চারজন হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

15h ago