বাঞ্ছারামপুরে বিএনপির কাউন্সিলের বিরোধিতা করে একাংশের বিক্ষোভ, সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা কৃষ্ণনগর এলাকায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা কাউন্সিলের বিরোধিতা করে বিক্ষোভ করেছে। এসময় তারা গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, বিএনপির দুই পক্ষের একই স্থানে কর্মসূচি ডাকাকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেকের কর্মী-সমর্থকরা স্থানীয় কৃষ্ণনগর এলাকায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। ঘণ্টাখানেক পর সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

গতকাল সন্ধ্যা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর।

আজ সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল হওয়ার কথা ছিল। কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। কিন্তু একই স্থানে সাবেক সংসদ সদস্যের সমর্থকেরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ডাকে।

অন্যদিকে গত সোমবার উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে সম্মেলন বিরোধীপক্ষের লোকজনের উপর হামলার ঘটনায় অপরপক্ষ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের অন্তত ৫৪ জন আহত হয় এবং বেশ কিছু দোকানপাট ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অবস্থান নেয়। এ অবস্থায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন জানান, স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।

এদিকে, পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকার কারণে কেন্দ্রীয় কৃষকদল নেতা মেহেদী হাসান পলাশের গ্রাম রাধানগরের জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম।

এ বিষয়ে কেন্দ্রীয় কৃষকদলের নেতা মেহেদী হাসান পলাশ বলেন, 'সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আমাকে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এবং সাবেক সদস্য সচিব একেএম মুসাকে সাধারণ সম্পাদক ও সেলিম মিয়ার নাম সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয়।'

 

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

8h ago