বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, বাঞ্ছারামপুর পৌর এলাকায় ১৪৪ ধারা

বিএনপির দুই পক্ষ একই জায়গায় ও একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা দিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আবুল মনসুর মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধরা বহাল থাকবে। এই সময়ে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।'
 
সূত্রমতে, বুধবার সকালে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক কাউন্সিলের বিরোধিতা করে সোমবার মিছিল করেন। 

অভিযোগ ওঠে, মিছিলে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের অনুসারী আরেকটি পক্ষ হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হন।

কাউন্সিল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা ঘোষণা করে।

উল্লেখ, গত ২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কাসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌর বিএনপির কাউন্সিল ঘোষণা করে কেন্দ্র।

Comments

The Daily Star  | English

Khulna-Dhaka train service via Padma Bridge takes off

The new route via the Padma Bridge will cut travel time to just under four hours

13m ago