টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউড়ি এলাকায় বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাসেল আরও জানান, বিনিময় পরিবহনের বাসটি ঢাকা থেকে মধুপুর আর পিকআপটি মধুপুর থেকে ঢাকা যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন, পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুইজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার পর সড়কে কিছু জন্য যান চলাচল বিঘ্নিত হয়য়। তবে শিগগির পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চলছে।

'দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও এর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়', যোগ করেন মঞ্জুরুল।

 

Comments

The Daily Star  | English

Dhaka to host high-level Bangladesh-India summit next month

The first high level official meeting between Dhaka and New Delhi since the fall of Awami League government is scheduled to be held in Dhaka next month

1h ago