বন্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার

ছবি: সংগৃহীত

আগামী বছরের এপ্রিল থেকে একক ব্যান্ডের ওয়াই-ফাই রাউটার নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির নতুন নীতিমালায় বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত বা দেশে আমদানিকৃত সব ওয়াই-ফাই রাউটারকে ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সমর্থন করতে হবে।

ডুয়াল-ব্যান্ড রাউটারে দুই দশমিক চার গিগাহার্জ এবং পাঁচ দশমিক আট গিগাহার্জ, উভয় রেঞ্জই কাজ করে। একক ব্যান্ডের তুলনায় এসব রাউটারে ইন্টারনেটের গতি বেশি হয়, সংযোগ কম বিচ্ছিন্ন হয় এবং বেশি স্থিতিশীল থাকে। নতুন নির্দেশনার কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে আগামী এপ্রিলের মধ্যে একক ব্যান্ডের রাউটার বদলাতে হবে।

বিটিআরসির এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এই ঘোষণার পক্ষে থাকা বিশ্লেষকরা বলছেন, আরও আগেই ডুয়াল-ব্যান্ড প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। উন্নত নেটওয়ার্ক সেবার পাশাপাশি ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে এ ধরনের রাউটারই বেশি কার্যকরী। সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য ইন্টারনেট সেবা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

ঢাকার একটি বড় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, 'বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো প্রতিযোগিতামূলক রাখতে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে একক ব্যান্ডকে ডুয়াল ব্যান্ড দিয়ে প্রতিস্থাপন করতে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি বা প্রণোদনা দেওয়াটা জরুরি।'

Comments

The Daily Star  | English

DUCSU, hall union polls set for Sept 9

Draft voter list to be published on Jul 30; results on election day

17m ago