শ্রীলঙ্কার মনিক ট্রেডিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ালটন
![শ্রীলঙ্কার মনিক ট্রেডিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ালটন ওয়ালটন](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/11/18/walton.jpg)
বাজার বাড়াতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শ্রীলঙ্কার মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মনিক ট্রেডিংয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার কথা জানিয়েছে ওয়ালটন।
এই চুক্তির লক্ষ্য হচ্ছে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রমাগত পণ্য কেনা-বেচা, বিপণন, মানসম্পন্ন গ্রাহক পরিষেবা ও পণ্য প্রচারের ওপর গুরুত্ব দিয়ে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা।
মনিক ট্রেডিংয়ের সদরদপ্তর শ্রীলঙ্কার বাদুল্লায়। নিজ নিজ ক্ষেত্রে মান উন্নয়নের জন্য ওয়ালটন হাই-টেক সমন্বিত ব্যবসায়িক দিকনির্দেশনা বাস্তবায়নের পরিকল্পনা করছে।
আজ দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ওয়ালটনের শেয়ারের দাম শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছিল ৪৯৪ টাকা।
Comments