দাবি পূরণের আশ্বাসে ২ ঘণ্টা পর জগতি স্টেশন ছেড়েছে বেনাপোল এক্সপ্রেস

আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ার জগতি স্টেশনে ছয় দফা দাবিতে বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা | ছবি: স্টার

দাবি পূরণের আশ্বাসে দুই ঘণ্টা পর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে ট্রেনটি কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন ছাড়ে।

এর আগে আন্তঃনগর ট্রেন থামানো ও স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে বিকেল ৪টা ৫৬ মিনিটে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

জেলা প্রশাসক সেসব দাবি পূরণের আশ্বাস দিলে তারা রেলপথ থেকে সরে যান। 

ট্রেন ছাড়ার মুহূর্তে তারা মাইকে ঘোষণা দেন, 'কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আশ্বাস দিয়েছেন, এখন থেকেই নকশিকাঁথা ট্রেনটি এখানে থামবে। পর্যায়ক্রমে অন্যান্য দাবিও মেনে নেওয়া হবে।'

দেশের প্রথম দিককার এই রেলওয়ে স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শুক্রবার। এই উপলক্ষে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সেই কর্মসূচি থেকেই এলাকাবাসী বেনাপোল এক্সপ্রেস আটকে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তাদের ছয়টি দাবি হলো—জগতি রেল-ভবনের সংস্কার করতে হবে; জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে; বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে অত্র এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে; জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে; জগতি রেলস্টেশনের প্রথম রেল ভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।

Comments

The Daily Star  | English

First phase of Ijtema ends with ‘Akheri Munajat’

The final prayer was conducted by Maulana Zubair, top spiritual leader of Shura-e-Nezami, Bangladesh

59m ago