ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর স্টেশনে বিকল হয়ে পড়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন। ছবি: স্টার

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা বন্ধের পর ঢাকা-ময়মনসিংহ রুটে চালু হয়েছে রেল চলাচল।

আজ সোমবার 

রাত সাড়ে ৮টায় বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়। শ্রীপুর স্টেশন মাস্টার সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখনো বিকল ইঞ্জিন একটি লাইনে রয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

কাওরাইদ রেল স্টেশনের স্টেশন মাস্টার আল আমীন ডেইলি স্টারকে জানান, ইঞ্জিন বিকল হয়ে জামালপুর কমিউটার ট্রেনটি লাইনে দাঁড়িয়ে ছিল। ট্রেনটি জামালপুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল।

Comments