ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত

Shahadat Hossain Dipu
শাহাদাত হোসেন দিপু

কুঁচকির চোটে চলতি মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার শূন্যস্থান পূরণ করতে দলে ডাকা হয়েছে শাহাদাত হোসেন দিপুকে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের নভেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল শাহাদাতের। ওই সিরিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেন তিনি। এরপর বাদ পড়ে যান। তাই পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবশেষ তিনটি টেস্ট সিরিজে ছিলেন না। এবার শান্তর চোটে কপাল খুলেছে তার।

গত শনিবার আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকির চোটে পড়েন বাঁহাতি ব্যাটার শান্ত। শেষদিকে ফিল্ডিং না করে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখন থেকেই তার মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। পরে তা নিশ্চিত করে বিসিবি।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি টেস্ট খেলা শাহাদাতের পারফরম্যান্স বিবর্ণ। সামর্থ্যের ছাপ রাখতে পারেননি তিনি। আট ইনিংসে মাত্র ১৪.৭৫ করেছেন ১১৮ রান। সর্বোচ্চ ৩১ রানের ইনিংস তিনি খেলেছিলেন গত ডিসেম্বরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে অ্যান্টিগায়। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর।

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago