হারের পর ইয়ামাল-লেভানদোভস্কির চোটের খবর নিশ্চিত করল বার্সা

রবার্ত লেভানদোভস্কি ও লামিন ইয়ামাল (ডানে)। ছবি: এএফপি

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা সাত ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল। রিয়াল সোসিয়েদাদের মাঠে লক্ষ্যে কোনো শট রাখতে না পেরেই তারা হারল। এমন নির্বিষ পারফরম্যান্সের পর লামিন ইয়ামাল ও রবার্ত লেভানদোভস্কির চোটে পড়ার দুঃসংবাদ পেল কাতালানরা।

মেডিকেল পরীক্ষা শেষে সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দুই তারকার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। গোড়ালি মচকে যাওয়া স্প্যানিশ উইঙ্গার ইয়ামালকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পিঠের নিচের অংশে সমস্যায় ভোগা পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কিকে বিশ্রামে থাকতে হবে ১০ দিন।

গতকাল রোববার রাতে লা লিগায় সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। তিনি মূলত চোট পেয়েছিলেন কয়েকদিন আগে। গত বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলের বড় ব্যবধানে। সেদিনই ইয়ামালের গোড়ালি মচকে গিয়েছিল।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাই খেলা হচ্ছে না ১৭ বছর বয়সী ইয়ামালের। স্পেনের স্কোয়াডে তার পরিবর্তে ডাক পেয়েছেন জিরোনার ব্রায়ান গিল। উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামী ১৬ নভেম্বর ডেনমার্ক ও ১৯ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে প্রতিযোগিতার শিরোপাধারীরা।

ফিফা উইন্ডোর পর বার্সেলোনার প্রথম ম্যাচেও ইয়ামালের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আগামী ২৪ নভেম্বর লিগে ঘরের মাঠে সেলতা ভিগোকে আতিথ্য দেবে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা স্প্যানিশ পরাশক্তিরা। প্রত্যাশা অনুসারে সেরে না উঠলে সেদিনও দর্শক হয়ে থাকতে হতে পারে ইয়ামালকে।

সোসিয়েদাদের বিপক্ষে পুরো সময় খেলা ৩৬ বছর বয়সী লেভানদোভস্কিও জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তাকে ছাড়াই নেশন্স লিগের ম্যাচে আগামী ১৬ নভেম্বর পর্তুগাল ও ১৯ নভেম্বর স্কটল্যান্ডকে মোকাবিলা করবে পোল্যান্ড। তবে সেলতার বিপক্ষে ৩৬ বছর বয়সী তারকাকে পাওয়ার আশায় আছে বার্সেলোনা।

লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয় ও দুই হারে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা বার্সা। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ঠিক পরই অবস্থান চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে তাদের নামের পাশে রয়েছে ২৭ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

8h ago