জুলাই-সেপ্টেম্বরে ক্রাউন সিমেন্টের মুনাফা কমেছে ৮৯ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ক্রাউন সিমেন্টের মুনাফা আগের বছরের চেয়ে ৮৯ শতাংশ কমে নিট মুনাফা দাঁড়িয়েছে তিন কোটি ৭৭ লাখ টাকা। রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমায় মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক বছর আগের ২ টাকা ৩২ পয়সা থেকে কমে ২৫ পয়সায় নেমে এসেছে।
আজ দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রাউন সিমেন্টের শেয়ারের দাম দশমিক ৫৬ শতাংশ কমে ৫৩ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া বিক্রির পরিমাণ দুই দশমিক ৪৫ শতাংশ কমে যাওয়ায় সিমেন্ট কোম্পানিটির নিট আয় এক দশমিক ৭৪ শতাংশ কমে মোট ৬১০ কোটি ৮৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
বিক্রি কমার জন্য ক্রাউন সিমেন্ট বর্ষা মৌসুমে বাজারে কম চাহিদা ও রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
সিমেন্ট কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৬৩৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
Comments