৩ দিন পর আজ সকালে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

স্টার ডিজিটাল গ্রাফিক্স

টানা তিন দিন পতনের পরে আজ সোমবার সকালে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে শূন্য দশমিক ৫৩ শতাংশ।

আজ সকাল ১১টা ৪ মিনিট পর্যন্ত সূচক ২৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৯৪ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছিল।

এর আগে, ৫০ পয়েন্ট কমে গতকালের লেনদেন শেষ হয়েছিল।

আজ সকালে ২২৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৮১টির ও অপরিবর্তিত আছে ৬৪টির। টার্নওভার দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৩০ শতাংশ বা ৪৫ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫০ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছিল।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

He also said that those who are involved with the killings must be brought to book.

33m ago