ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
ডিবিএইচ ফাইন্যান্স চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৩৩ কোটি ৪১ লাখ টাকা মুনাফা করেছে।
এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে এক টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল এক টাকা ২০ পয়সা।
২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর মেয়াদে ডিবিএইচের শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ইতিবাচক পৌনে আট টাকা। ২০২৩ সালের ৪৩ টাকা ১৮ পয়সা থেকে অনেক কম।
গ্রাহক ও ব্যাংকগুলোয় বর্ধিত ঋণ ও পরিশোধের জন্য এটি কমেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ডিবিএইচ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আবাসন শিল্পে জড়িত।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য বলছে, তারা টানা ১৮ বছর ধরে 'এএএ' রেটিং বজায় রেখেছে।
আজ রোববার দুপুর ১টা ৫২ মিনিট পর্যন্ত ডিএসইতে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারের দাম এক দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩৭ টাকা এক পয়সা ছিল।
Comments