শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

শপথবাক্য পাঠ করছেন নতুন তিন উপদেষ্টা। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন।

তারা হলেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ এবং এ বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।  

নতুন তিন উপদেষ্টা শপথগ্রহণ করলেও, তাদের মন্ত্রণালয় বণ্টন এখনো হয়নি।

এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ২৪ জন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 

 

Comments

The Daily Star  | English

Yunus urges Asian nations to work together to face shared challenges

"We need to build a clear path toward a shared future and shared prosperity," he said at the 'Nikkei Forum: 30th Future of Asia'

7m ago