ঢাকার রাস্তা অনেকটা ফাঁকা

আওয়ামী লীগ, বিএনপি, গাবতলী,
ছবিটি আজ সকাল ১১টার দিকে কল্যাণপুর থেকে তোলা। ছবি: পলাশ খান

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি রুখতে বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচি পালন করছে। ফলে আজ রোববার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ সড়ক ছিল ফাঁকা। এ সময় যান চলাচল স্বাভাবিক সময়ের চেয়ে সীমিত দেখা গেছে।

ফার্মগেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজধানীতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় মানুষের মাঝে ভয় তৈরি হয়েছে। এ কারণে মানুষ কম বের হয়েছে, তাই সড়ক ফাঁকা ও যানবাহন কম দেখা যাচ্ছে।'

ছবিটি আজ সকাল ১১টার দিকে কল্যাণপুর থেকে তোলা। ছবি: পলাশ খান
সকাল ১১টার দিকে ফার্মগেট এলাকাও ছিল অনেকটা ফাঁকা। ছবি: পলাশ খান

দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান জানান, রাজধানীর ব্যস্ততম গাবতলী, মিরপুর, কল্যাণপুর, বাংলামোটর, ফার্মগেট এলাকার সড়ক অনেকটা ফাঁকা ছিল। সড়কে যানবাহনের উপস্থিতিও কম ছিল। অনেককে রাস্তায় দীর্ঘ সময় ধরে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বিয়াম কলেজের শিক্ষার্থীর মৃদুল বলেন, 'বাংলামোটরে বাসের আধা ঘণ্টা ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস পাচ্ছিন না। আমাকে খিলগাঁও যেতে হবে।'

Comments

The Daily Star  | English
High Court verdict on quick rental law

2 sections of quick rental law unconstitutional: HC

The High Court also directed the government to make all the power plants fully operational

10m ago