মুখে ১০ সেলাইয়ের পরও 'ভালো' আছেন কুবারসি

বয়স মাত্র ১৭ বছর। এখনই ফুটবল ক্লাব বার্সেলোনার মতো ক্লাবের রক্ষণ সামলানোর মূল দায়িত্বটা নিতে হয়েছে পাউ কুবারসিকে। আর সে দায়িত্বও পালন করছেন দারুণভাবে। এরমধ্যে গতকাল রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মুখে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। লেগেছে ১০টি সেলাইও। তারপরও বললেন, 'আমি ঠিক আছি।'

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডের মাঠে স্বাগতিকদের ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তবে তারপরও স্বস্তিতে নেই দলটি। মুখে মারাত্মক আঘাত পাওয়ায় কয়েকদিন বিশ্রামে থাকতে হবে রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা কুবারসিকে।

চলতি মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় মাঠ ছাড়ছেন একের পর এক খেলোয়াড়। তিন সেন্টার ডিফেন্ডার রোনালদ আরাহো, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন ও এরিক গার্সিয়া এই তালিকায় আছেন অনেক আগে থেকেই। সেখানে নতুন কুবারসি। ম্যাচের ৬৩তম মিনিটে একটি বল হেড দিতে গেলে স্বাগতিক স্ট্রাইকার স্পাজিকের ডান পা লাগে তার মুখে। তাৎক্ষণিকভাবেই রক্তপাত শুরু হয়।

সঙ্গেসঙ্গেই ডাক্তার প্রুনাকে মাঠে ঢুকে কুবারসির মুখের ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দুজনেই ড্রেসিং রুমে চলে যান। সেখানে ক্ষতস্থানটি বন্ধ করতে ১০টি সেলাই দিতে হয়েছে ডাক্তারকে। তারপরও ক্লাবটি আশা করছে আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেই খেলতে পারবেন এই তরুণ।

ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিকও বলেছেন একই কথা, 'তার সেলাই দরকার ছিল, কিন্তু সে ভালো আছে।, পরে ক্লাব থেকে কুবারসির হাস্যরত একটি ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে লিখেছেন, 'আমি ঠিক আছি।'

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

4h ago