সালমানের পর এবার শাহরুখকে হত্যার হুমকি

আইপিএল, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, আহমেদাবাদ, শাহরুখ খান,
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে নিউজ এইটটিন জানিয়েছে, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টায় একটি ফোন কলের মাধ্যমে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেন, মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরে দাঁড়িয়ে তিনি এই ফোন করেছিলেন।

ফোনকারী থানায় ফোন করে বলেন, 'আমি মান্নাত ব্যান্ডস্ট্যান্ড থেকে শাহরুখকে ফোন করছি। তিনি আমাকে ৫০ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলব।'

পুলিশ যখন তাকে হুমকির পেছনের উদ্দেশ্য ও তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন কলার বলেন, 'এটা কোন ব্যাপার না।'

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাই পুলিশের একটি দল তদন্তের জন্য রায়পুরে গেছে। এছাড়া বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৩০৮(৪), ৩৫১(৩)(৪) ধারায় বিএনএস রেজিস্ট্রিভুক্ত হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভারতের আরেক সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানকে হুমকিমূলক ফোন করেছিলেন ফাইজান নামের এক ব্যক্তি। মুম্বাইয়ের বান্দ্রা থানা ইতোমধ্যেই এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ কল ট্রেস করে তার অবস্থান শনাক্ত করেছে। তারা ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাণনাশের হুমকি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি শাহরুখ খান।

এমনিতেই বেশ কিছুদিন ধরে কড়া নিরাপত্তায় বলয়ে আছেন বলিউড সুপারস্টার। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, 'পাঠান' ও 'জাওয়ান' এর সাফল্যের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শাহরুখকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়।

বলিউডের আরেক সুপারস্টার সালমান খানকে নতুন করে হত্যার হুমকি দেওয়ার কয়েকদিন পর শাহরুখকে হুমকি দেওয়া হলো। কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি মোকাবিলা করা অভিনেতা এই মাসের শুরুতে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে একটি নতুন হুমকি বার্তা পেয়েছিলেন। সূত্রের খবর, সালমানকে হুমকি দেওয়া ব্যক্তি পাঁচ কোটি টাকা চেয়েছেন, নয়তো মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

1h ago