যে কারণে সুরিয়ার সিনেমা ছাড়তে চেয়েছিলেন সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় সিনেমা, সাই পল্লবী, সুরিয়া, পোন্নিয়িন সেলভান, রণবীর কাপুর, যশ,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম সাই পল্লবী। দক্ষিণী এই অভিনেত্রী সাবলীল অভিনয় ও বহুমুখী প্রতিভা দিয়ে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন। ধীরে ধীরে নিজের কাজ দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সাই পল্লবী। ক্যারিয়ার শুরু থেকে বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তিনি এনজিকে সিনেমাতে সুরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন। এই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সিনেমাটি বেশ ব্যবসা সফল ছিল।

তবে এত বছর পর আবার আলোচনায় এসেছি সিনেমাটির নাম। কারণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, তিনি সিনেমাটিতে অভিনয় করতে চাননি। বরং এনজিকে ছাড়তে চেয়েছিলেন।

দক্ষিণ ভারতীয় সিনেমা, সাই পল্লবী, সুরিয়া, পোন্নিয়িন সেলভান, রণবীর কাপুর, যশ,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

সাই পল্লবী কেন এনজিকে ছাড়তে চেয়েছিলেন?

বিহাইন্ডউডসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছেন, যখন তিনি প্রথম এনজিকের সেটে এসেছিলেন, তখন তিনি বেশ অস্বস্তি বোধ করেছিলেন। কারণ তিনি সংকোচে ছিলেন, সুরিয়ার সঙ্গে ভালো করতে পারবেন কিনা।

তিনি বলেন, এমনকি পরিচালক সেলভাও নিশ্চিত ছিলেন না, সাই পল্লবী ভালো করতে পারবেন কিনা।

তার ভাষ্য, 'শুটিংয়ের প্রথম দিনগুলোতে তিনি নিজেকে এক প্রকার হারিয়ে ফেলেন। পরে দক্ষিণের আরেক অভিনেতা তার পাশে দাঁড়ান।'

সাই পল্লবী বলেন, ধানুশ তাকে সাহায্য করেছিলেন, তাকে আশ্বস্ত করেছিলেন।

'ধানুশ আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন, সেলভার শুটিং কেমন চলছে। আমি তার কাছে আমার উদ্বেগের কথা প্রকাশ করি। তিনি আমাকে আশ্বস্ত করলেন, বললেন, চিন্তা করবে না, তিনি কেবল তোমাকে পরীক্ষা করে দেখছে। শিগগিরই সব ঠিক হয়ে যাবে।'

দক্ষিণ ভারতীয় সিনেমা, সাই পল্লবী, সুরিয়া, পোন্নিয়িন সেলভান, রণবীর কাপুর, যশ,
সাই পল্লবী। ছবি: সংগৃহীত

ধানুশের সঙ্গে কথোপকথনের পরেই সাই পল্লবী ইতিবাচক মনোভাব নিয়ে এনজিকের সেটে যান। তিনি এসময় কিছুটা স্বস্তি পান। তিনি সুরিয়ার প্রশংসা করে জানান, কীভাবে তাকে সহায়তা করেছিলেন।

সাই পল্লবীর পরবর্তী কাজ

নতুন সিনেমা নিয়েও সাই পল্লবী খবরের শিরোনামে আছেন। কারণ তার আসন্ন সিনেমা থান্ডেলের নতুন পোস্টার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এবং বিনোদন জগতে আলোচনা তৈরি করেছে। এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন নাগা চৈতন্য। পোস্টারে সাই পল্লবী ও নাগা চৈতন্যকে বেশ রোমান্টিক মুডে দেখা গেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ডি মাচিলেসাম গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে রোমান্স, অ্যাকশন, ড্রামা ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে থান্ডেল। সিনেমাটির কলাকুশলীদের মধ্যে আছেন- জাতীয় পুরস্কারপ্রাপ্ত সম্পাদক নবীন নুলি, সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন শামদাত, গান লিখেছেন দেবী শ্রী প্রসাদ। কলা বিভাগের দায়িত্বে ছিলেন শ্রীনগেন্দ্র টাঙ্গালা।

সিনেমাতে নাগা চৈতন্য ও সাই পল্লবীসহ আরও অনেকে অভিনয় করেছেন। এটি রচনা ও পরিচালনা করেছেন চান্দু মন্ডেতি এবং প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ।

এছাড়াও নীতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে সাই পল্লবীকে। সিনেমাটিতে রণবীর কাপুর ও যশ অভিনয় করেছেন। তবে এখনো সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

Comments

The Daily Star  | English
Attack on Bangladesh mission in Agartala

India must protect Bangladesh's diplomatic missions

Hostile rhetoric, mobilisations by Hindutva groups fuelling unrest

17h ago