ট্রাম্পই প্রেসিডেন্ট: ফক্স নিউজ

ট্রাম্প প্রেসিডেন্ট
টাকসন অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। ছবি: রয়টার্স

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই বলছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

আজ বুধবার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৭ ইলেক্টোরাল ভোট জিতে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনী আইনমতে, ২৭০ ভোট পেলেই জয়ী হবেন ট্রাম্প।

অপরদিকে, কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেক্টোরাল ভোট।

এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় ইতোমধ্যে ট্রাম্প জয়ী হয়েছেন। ফক্স নিউজ বলছে, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও জিতে গেছেন ট্রাম্প। বাকি তিন দোদুল্যমান অঙ্গরাজ্যেও জয়ী হওয়ার পথে ট্রাম্প। 

পাশাপাশি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিনিধি পরিষদেও তারা স্পষ্ট ব্যবধানে এগিয়ে।

সার্বিকভাবে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পূর্বাভাস দিয়েছে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত।

পাশাপাশি, সংবাদমাধ্যমটির চূড়ান্ত পূর্বাভাস মতে, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ওপর দুইবার হত্যাচেষ্টা হয়েছে। প্রচারণার প্রায় পুরোটা সময়জুড়ে নানা আইনি ঝামেলায় জড়িয়ে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দুই মেয়াদে না জিতেও দুই বার মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন।

২০২২ এর ১৫ নভেম্বর প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago