জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে

রমজানে সরকারি অফিসের সময়সূচি

জনপ্রশাসন সংস্কারের বিষয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। 

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইন ও সরাসরি নাগরিকরা তাদের অভিমত জানাতে পারবেন। 

আজ মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালা প্রণয়ন করা হয়েছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি জনমুখী, দক্ষ জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন দাখিলের জন্য গত ১ অক্টোবর আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। 

কমিশন ইতোমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। এ উদ্দেশে কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের অভিপ্রায় ও অভিমত জানার জন্য প্রশ্নমালার ওপর জনমত সংগ্রহ করবে।

বিভিন্ন পেশার নাগরিকরা সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নমালার ওপর শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে মতামত প্রকাশ করতে পারবে। 

নাগরিকরা অনলাইন বা অফলাইনে সুচিন্তিত মতামত আগামী ২৫ নভেম্বরের মধ্যে জানাতে পারেন। এ মতামত অধিকতর কার্যকর জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রশ্নমালার মধ্যে ১৩টি প্রশ্ন এবং আলাদা করে সর্বোচ্চ তিনটি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তিনটি উত্তর রয়েছে। যেকোনো একটি উত্তর বেছে নেওয়া যাবে।

প্রশ্নমালার মধ্যে আছে: 

১. বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থাকে সাধারণভাবে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

২. নিরপেক্ষতার বিচারে বিগত ১৫ বছরে জনপ্রশাসনের যে বৈশিষ্ট্য ছিল তাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

৩. আপনি কী মনে করেন যে, দেশের জনপ্রশাসন ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন?

৪. আপনার মতে জনপ্রশাসন ব্যবস্থা সংস্কারে কোন বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ?

৫. জনপ্রশাসন ব্যবস্থাকে জনবান্ধব করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কী বলে আপনি মনে করেন?

৬. জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন?

৭. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সম্পর্কে আপনার ধারণা কী?

৮. সরকারি দপ্তরসমূহে বিভিন্ন সেবা পেতে আপনার অভিজ্ঞতা কেমন?

৯. বিদ্যমান উপজেলা পদ্ধতি থেকে জনগণ কীভাবে অধিকতর উপকৃত হতে পারে?

১০. আপনি কী মনে করেন যে, স্থানীয় সরকার হিসেবে বিদ্যমান জেলা পরিষদ একটি কার্যকর প্রতিষ্ঠান?

১১. আপনি কী মনে করেন যে, দেশে একাধিক প্রদেশ গঠন করা হলে রাজধানী ঢাকার ওপর চাপ কমতে পারে?

১২. আপনার মতে জনপ্রশাসনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কী করা উচিত?

১৩. জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য কী কী করা উচিত বলে আপনি মনে করেন?

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

42m ago