অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজে বুমরাহকে অধিনায়ক চান গাভাস্কার

Rohit Sharma & Jastprit Bumrah

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে অনিশ্চিত ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা৷ অধিনায়ক যদি ফিট হয়েও প্রথম টেস্ট খেলতে না পারেন তাহলে তাকে বাকি সিরিজেও দায়িত্বে না রাখার পরামর্শ দিলেন কিংবদন্তি সুনিল গাভাস্কার।

রোববার জিওসিনেমার সঙ্গে আলাপে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ নিশ্চিত করেছেন, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তান সম্ভবা। তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই কারণে পার্থে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত।

এই খবর জানার পর ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেছেন, অধিনায়কত্ব নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের, 'অধিনায়কের উচিত প্রথম টেস্ট খেলা। যদি ইনজুরির সমস্যা হয় তাহলে ভিন্ন ব্যাপার। কিন্তু যদি অধিনায়ক সিরিজের প্রথম টেস্টে  অ্যাভেইলেবল না থাকেন তাহলে সহ অধিনায়কের উপর অনেক চাপ হয়ে যায়, যেটা সহজ নয়।'

'আমরা খবরে দেখলাম রোহিত প্রথম টেস্টে খেলতে পারবে না। এমনকি দ্বিতীয় টেস্টেও তার খেলা অনিশ্চিত৷ এটা যদি সত্যি হয় তাহলে এখনি আগারকারকে (প্রধান নির্বাচক অজিত আগারকার) তাকে (রোহিত) বলা উচিত, '"দেখ, তোমার যেটা ইচ্ছা করতে পার, ব্যক্তিগত কারণে বিশ্রাম চাইলে নিতে পার। কিন্তু এজন্য এই সফরে তোমাকে স্রেফ একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। যখন ইচ্ছা স্কোয়াডে যুক্ত হতে পার। আমরা সহ-অধিনায়ককে নেতা হিসেবে দায়িত্ব দেব।" এখানে স্পষ্টতা থাকা উচিত কারণ আমরা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছি, কাজেই অধিনায়কের শুরু থেকে সেখানে (অস্ট্রেলিয়ায়)  থাকা দরকার।'

ছুটির ব্যাপারে রোহিত অবশ্য এখনো কিছু স্পষ্ট করেননি। মুম্বাইতে গণমাধ্যমকে তিনি বলেন, 'এখন আমি জানি না আমি যাব কিনা। দেখা যাক।'

২২ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের উপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে কারা।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

39m ago