পাকিস্তান দল নিয়ে গাভাস্কারের মন্তব্যকে ‘ছাইপাঁশ’ বললেন গিলেস্পি

ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে অনায়াসে জিতেছিল ভারত। এরপর সুনিল গাভাস্কার বলেছিলেন, পাকিস্তানের বর্তমান দলের সঙ্গে লড়াই করার সক্ষমতা ভারতের দ্বিতীয় সারির দলও রাখে। ভারতের কিংবদন্তি ব্যাটারের ওই মন্তব্যকে 'ছাইপাঁশ' উল্লেখ করে কড়া জবাব দিলেন জেসন গিলেস্পি।

টুর্নামেন্টের 'এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বর্তমান চ্যাম্পিয়ন ও আয়োজক পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ পেয়েছিল ভারত। গায়ে হাইভোল্টেজ ম্যাচের তকমা থাকলেও সেই অর্থে জমে ওঠেনি লড়াই।

সেসময় গাভাস্কার বলেছিলেন, 'আমি মনে করি, ভারতের "বি" দলও পাকিস্তানের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে। "সি" দল পারবে কিনা আমি নিশ্চিত না। তবে পাকিস্তানের যে বর্তমান ফর্ম, তাতে ভারতের "বি" দলকেও হারানো কঠিন হবে তাদের জন্য।'

পাকিস্তানের টেস্ট সংস্করণের সাবেক কোচ গিলেস্পি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন গাভাস্কারের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের শেয়ার করা একটি ভিডিওতে তিনি বলেছেন, 'আমি এই অতিকথন একদমই পছন্দ করিনি। আমি গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি যে, ভারতের "বি" দল বা "সি" দল পাকিস্তানের মূল দলকে হারিয়ে দিতে পারে। এটা ছাইপাঁশ, একেবারেই ছাইপাঁশ।'

ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং টেস্টে অস্ট্রেলিয়ার গিলেস্পিকে কোচ বানিয়েছিল তারা। তবে কিছু দিন যেতেই তারা পদত্যাগ করে বসেন।

সাবেক পেসার গিলেস্পির মতে, সাফল্য পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সঠিক খেলোয়াড় নির্বাচন করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, 'যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের বেছে নেয় ও ভরসা দেয় এবং তাদের আলো ছড়ানোর জন্য, শেখার জন্য ও খেলার মান উন্নত করার জন্য সময় দেয়, তাহলে তারা যে কাউকে হারাতে পারবে। আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই।'

অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলেছেন গিলেস্পি। গত বছরের এপ্রিলে পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু শিষ্যদের বাজে পারফরম্যান্সের কারণে মাত্র আট মাসের মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে গত দুই বছরে ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছে পিসিবি।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago