প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ: সারদায় আরও ৫৮ ক্যাডেট এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে ৪০তম ক্যাডেট ব্যাচের আরও ৫৮ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সারদা পুলিশ একাডেমির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে একই ব্যাচের ২৫২ জন শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। তখন প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় দেওয়া চিঠিতে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানানো হয়, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

সেই সময় পুলিশ সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গ ছাড়াও এর পেছনে আরও কারণ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুলিশ সদর দপ্তর এই ব্যাচের ৮০১ জন শিক্ষানবিশ এসআইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোয়েন্দা সংস্থা এই তদন্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা তখন বলেন, 'গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৫২ জন ক্যাডেট এসআইয়ের একটি তালিকা প্রায় ২০ দিন আগে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষের কাছে পাঠানো হয় এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।'

৮ অক্টোবর পুলিশ একাডেমি কর্তৃপক্ষ ২৫২ জন শিক্ষানবিশ এসআইকে কারণ দর্শানোর চিঠি দেয়, যেখানে শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন তাদেরকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়।

সেই চিঠির অনুলিপি দ্য ডেইলি স্টারের কাছে আছে।

Comments

The Daily Star  | English

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

11m ago