প্রেক্ষাগৃহে দীঘির ‘বিয়ের আয়োজন’, রইল না কোনো বাধা

দীঘি ও শাওন। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। সময়ের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। 

বিয়ের আয়োজনটি প্রেক্ষাগৃহে করার জন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া গেল সেটিও। এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না।

অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম '৩৬–২৪–৩৬'। 

৩০ অক্টোবর বিকেলে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের 'ইউ' (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে '৩৬–২৪–৩৬'। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।

প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন তারা। শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।

দীঘি বলেন, 'সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।'

এ সিনেমায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। এই তিনের মধ্যকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। 

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

52m ago