ব্যান্ডউইথ আমদানির টাকা পরিশোধে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি

ব্যান্ডউইথ আমদানি
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট সেবা আমদানির টাকার জন্য ব্যাংকগুলোকে আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুমতি ছাড়া ব্যাংকগুলোকে বিদেশে অর্থ পরিশোধের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ব্যাংকগুলোকে অবশ্যই বৈধ লাইসেন্স, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে চুক্তির কপি ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নিয়ন্ত্রক অনুমোদনের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট আমদানিকারকের কাছ থেকে নিতে হবে।

ব্যাংক প্রাসঙ্গিক চালান ও প্রয়োজনীয় কর দেওয়ার প্রমাণসহ নথি সংগ্রহ করবে। ব্যাংক আবেদনকারীর কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে। এতে উল্লেখ থাকবে যে ভুল বা অতিরিক্ত টাকা দেওয়ার ক্ষেত্রে বাকি টাকা দেশে ফিরিয়ে আনা হবে।

ব্যবসায়ীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, এটি ব্যান্ডউইথ ও এ সম্পর্কিত পরিষেবা আমদানির প্রক্রিয়া সহজ করবে।

গতকাল পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক পণ্য ও সেবা সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বাংলাদেশের সরবরাহকারীদের পক্ষে গ্যারান্টি ইস্যু করার অনুমতি দিয়েছে।

এর জন্যও ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না।

ব্যাংকগুলো আবাসিক রপ্তানিকারক বা উপ-ঠিকাদারদের পক্ষে ঋণপত্র, ক্রয়/বিক্রয় চুক্তি, কার্যাদেশ বা অগ্রিম টাকার বিপরীতে গ্যারান্টি দিতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর ফলে ব্যবসায়িক লেনদেন সহজ হবে। বিদেশি ঠিকাদারদের পক্ষে স্থানীয় সরবরাহের বিপরীতে রপ্তানি ও অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রচারে সহায়তা করবে।'

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

2h ago