ফেনীতে বিএনপি-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত ৩০

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনাগাজী বাজারের পশ্চিম পাশে দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সন্ধ্যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাদেকুল করিম আরাফাত জানান, সংঘর্ষে আহত ১২ জন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, আসিফুল ইসলাম, আবু ইউসুফ, নুর করিম, নুর আলম, ইব্রাহিম, এনায়েত হোসেন, ওমর হাসান জিসান, আবুল কাশেম, রাহাতুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আবুল কালাম ও কামরুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সেনাবাহিনীর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর ফাহিম জানান, 'সেনাবাহিনী উভয় পক্ষকে ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।'

ফেনীর পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago