১৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরলো ৯৩ টন বিপজ্জনক দাহ্য
৯৩ টন দাহ্য পদার্থের চারটি কনটেইনার চট্টগ্রাম বন্দরে আসে ২০১২ সালে। আমদানিকারক খালাস না নেওয়ায় গত ১৩ বছর ধরে কনটেইনারগুলো পড়ে ছিল বন্দরের জেটিতে।
শেষ পর্যন্ত গত ২৭ অক্টোবর নিলামে ৪১ লাখ টাকায় মেসার্স এস এ ট্রেডিংকে চালানটি খালাস দেয় চট্টগ্রাম কাস্টম হাউস।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনার পর চট্টগ্রাম কাস্টম হাউস নিলাম কমিটির সঙ্গে জরুরি সভা করে এ ব্যবস্থা করে।
২০১২ সালে আমদানিকৃত এই পণ্য খালাসে বারবার নিলাম উদ্যোগ নিয়েও বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘকাল তা নিষ্পত্তি হয়নি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
১ অক্টোবর বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম হাউসের যৌথ সভায় কনটেইনারগুলো দ্রুত অপসারণের মত দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি দাহ্য ও বিপজ্জনক পণ্যের এ চালানটি খালাস হওয়ার ফলে বন্দরের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হয়েছে।
Comments