বন্যার্ত ও গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য সিডনিতে বাংলাদেশি ১২ বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের তহবিল সংগ্রহ

‘স্ট্যান্ড ফর বাংলাদেশ’ তহবিল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা বরাবরই দেশের যেকোনো সংকটে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় আয়োজিত হয়েছিল, 'স্ট্যান্ড ফর বাংলাদেশ' শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান।

২৭ অক্টোবর সিডনির ব্ল্যাকটাউনের বোম্যান হলে এই আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যাপীড়িত জনগোষ্ঠী ও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশির ১২টি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেন।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল নিরালা হোল্ডিংস। আয়োজক সংগঠনগুলো হচ্ছে—এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া ইনকরপোরেটেড, অ্যাসোসিয়েশন অব আইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া ইনকরপোরেটেড, অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেড, বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডব্লিউইয়ান্স ইন অস্ট্রেলিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ও সাস্ট অ্যালামনাই অস্ট্রেলিয়া।

শিশুশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশের দুর্যোগ ও সংকট পরিস্থিতির ওপর একটি চিত্র প্রদর্শন করা হয় আয়োজনে। অনুষ্ঠানে যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, কিন্তু আর্থিক অনুদান দিয়েছেন, তাদের নাম সম্বলিত একটি তারকা বোর্ড প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, এখান থেকে সংগৃহীত তহবিল বাংলাদেশ সরকারের ত্রাণ কার্যক্রম ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কনসুলার জেনারেল মো শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ওয়ারেন এরিককিরবি এমপি, অস্ট্রেলিয়ান লেবার পার্টি, মার্ক জোসেফ কুরি এমপি, কাউন্সিলর ইব্রাহিম খলিল, আশিকুর রহমান, এলিজা আজাদ রহমান।

অতিথিরা বাংলাদেশের যেকোনো সংকটে পাশে থাকার এবং সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তারা প্রবাসী বাংলাদেশিদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে সংকট ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাহাত শান্তনু, ব্যান্ডদল কৃষ্টি ও  ধূমকেতুর শিল্পীরা।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

20 non-banks on BB red list

As of December last year, they disbursed Tk 25,808 crore in loans against collateral worth Tk 6,899 crore, according to the BB report

9h ago