ব্যালন ডি'অর বিতর্ক: সতীর্থরা পাশে, প্রতিক্রিয়া দিলেন ভিনিসিয়ুসও

Vinicius Junior

জোরালো গুঞ্জন ছিল এবার ব্যালন ডি'অর পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় সকল বিশেষজ্ঞের সম্ভাবনাতেই এগিয়েছিলেন তিনি। তবে পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে মোড় ঘুরে যায়। ভিনিসিয়ুস পাচ্ছেন না দেখে অনুষ্ঠান বর্জন করে রিয়াল। ব্যালন ডি'অর জেতেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এটা যে মানতে পারছেন না তা প্রক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার সতীর্থরাও সবাই হয়েছেন সোচ্চার।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিতর্কের জন্ম দেয় এবারের ব্যালন ডি'অর। সোমবার প্যারিসে পুরস্কার তুলে দেওয়া হয় রদ্রির হাতে। অনেকের মতেই যা বেশি প্রাপ্য ছিলো ভিনিসিয়ুসের।

মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডে দ্বিতীয় হওয়া ভিনি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট এক্সে মুখ খুলেছেন। এই পুরস্কারের দিকে ইঙ্গিত করে বলেছেন আয়োজক কর্তৃপক্ষই আসলে তাকে এটা দেয়ার জন্য প্রস্তুত নয়,  'এটা পেতে হলে আমাকে দশগুন ভালো করতে হবে। এটা (ব্যালন ডি'র) আমাকে দিতে তারা প্রস্তুত নয়।'

গত মৌসুমে রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগা, সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ ৬ গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় করেন ১৫ গোল। সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারানোর ম্যাচে করেন হ্যাটট্রিক। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে মোড় ঘোরানো ঝলক দেখিয়ে এই পুরস্কার জয়ের বিবেচনায় অনেকটাই এগিয়ে ছিলেন তিনি।

ভিনিসিয়ুসের জিততে না পারা তাই বড় ধাক্কা হয়ে এসেছে তার ক্লাব রিয়াল। জাতীয় দল ও ক্লাবের তার সতীর্থদের কাছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। রিয়ালের উরুগুয়াইন মিডফিল্ডার ফেদরিকো ভালবার্দে লিখেছেন, 'কোন পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরে (ততটাই ভালো)। ভালোবাসি ভাই।'

আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগলাহাস ভিনিসিয়ুসের উদ্দেশে লিখেছেন, 'দুনিয়ার সেরা।'

রিয়াল মাদ্রিদের ফরাসি দুই তারকা চুয়ামেনি ও এদোয়ার্দো কামাভিঙ্গা দিয়েছেন কড়া প্রতিক্রিয়া। চুয়ামেনি লিখেছেন, 'তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই।'

কামাভিঙ্গা, 'ফুটবল রাজনীতি' লেখে ক্রস চিহ্ন দিয়েছেন। পরে লিখেছেন,  'আমার ভাই বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই।'

জাতীয় দলে ভিনিসিয়ুসের সতীর্থ রিচার্লিসন লম্বা করে দিয়েছেন ব্যাখ্যা। 'দুর্ভাগ্যজনকভাবে কেউই বুঝতে পারেনি পুরস্কারটা তুমি কেন পেল না। আমাকে ভুল বুঝবেন না রদ্রি খুব ভালো খেলোয়াড়। কিন্তু ভিনির ব্যালন ডি'অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে।'

পরে ভিনিকে সান্ত্বনা দিয়ে লিখেছেন তিনি, 'আমার মনে আছে ভিনির স্বপ্ন ছিলো পুরো ব্রাজিল তার জন্য ব্যাকুল। এটাই হয়েছে আজ। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

46m ago