পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গতকাল  চার বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। আজ সোমবার লেনদেনের শুরুতে একই প্রবণতা অব্যাহত রয়েছে।

এদিন সকাল ১১টা ৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে চার হাজার ৯৪১ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় টার্নওভার ছিল ১১৪ কোটি ২০ লাখ টাকা। ১৪০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৮৪টির এবং ৬৫টির শেয়ার দর অপরিবর্তিত আছে।

পুঁজিবাজারের সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে গতকাল তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা।

তদন্ত কমিটি দরপতনের ধারা নিরূপণ করে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ দেবে। 

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক দশমিক ৫২ শতাংশ বা ৭৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৩ দশমিক ২০ পয়েন্টে।
 

Comments

The Daily Star  | English
CSA to be repealed

Govt will scrap CSA within a week

The Cyber Security Act will be repealed within a week and all cases filed under the act will be withdrawn, Nahid Islam, adviser to the posts, telecommunications, and information technology ministry, said yesterday.

13m ago