রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিতই থাকবে

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আরও ৬ মাস স্থগিত
স্টার ফাইল ছবি

রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে সোহেল রানাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—প্রশ্নের হাইকোর্ট বিভাগের রুল আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। পাশাপাশি তার জামিন প্রশ্নের রুল দেন। রাষ্ট্রপক্ষ সেই আদেশ চ্যালেঞ্জ করলে চেম্বার আদালত তার জামিন স্থগিত করেন।

সোহেলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সোহেলের অন্তর্বর্তীকালীন জামিনের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।'

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে কমপক্ষে এক হাজার ১৩৫ জন নিহত এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হন। যাদের বেশির ভাগই পোশাককর্মী।

ওই ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ বাদী হয়ে সাবেক যুবলীগ নেতা সোহেল রানা ও তার বাবাসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৪ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোহেলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ঢাকার জেলা ও দায়রা জজ আদালত ২০১৬ সালের ১৮ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

127 former BDR members walk out of jail after 16 years

Family members of the released had gathered at the main gate of the jail since morning, eagerly awaiting the reunion

56m ago