বিমানবন্দর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে গেলেন পথচারী, আহত ৩
রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তৃতীয় টার্মিনালের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একদল পথচারীকে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার।
আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে।
ফুটেজে দেখা যায়, সাত পথচারী তৃতীয় টার্মিনালের কাছের রাস্তা দিয়ে হাঁটছেন। তাদের দেখতে শিক্ষার্থী মনে হচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি সাদা প্রাইভেটকার এসে তাদের ধাক্কা দেয়।
প্রাইভেটকারের ধাক্কায় তাদের কয়েকজন ছিটকে যান। আশেপাশের পথচারীরা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'প্রাইভেটকারের ধাক্কায় পথচারীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে এবং একজনের মাথায় আঘাত লেগেছে।'
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করেছে। গাড়ির মালিক মুস্তাফিজুর রহমান গাড়িটি চালাচ্ছিলেন।
'গাড়ির মালিকের দাবি, সামনের টায়ার ফেটে যাওয়ার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে এ দুর্ঘটনা ঘটে,' বলেন ওসি।
Comments