কালুরঘাট সেতুতে যান চলাচল শুরু রোববার
প্রায় ১৫ মাস সংস্কার কাজ শেষে আগামী রোববার থেকে যান চলাচল শুরু হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে।
সেতুর সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯০ বছরের পুরোনো এ সেতুর সংস্কার কাজ শুরু হয় ২০২৩ সালের ১ আগস্ট। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে সম্প্রতি।
গত ২৪ সেপ্টেম্বর কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন বুয়েটের তিন সদস্যের বিশেষজ্ঞ দল। তারা সংস্কার কাজের অগ্রগতি ও গুণগত মান পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলের জন্য সেতু চালু করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যরা সংস্কার কাজ পরিদর্শনকালে কিছু পর্যবেক্ষণের কথা জানিয়েছিলেন। এর মধ্যে, রাতে সেতুতে যান চলাচল যেন বিঘ্ন না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে লাইট রিফ্লেকটিং রং ব্যবহার, পর্যাপ্ত বাতির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছিলেন। সেসব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলেন, 'সেতুর সংস্কার কাজ শেষ। আগামী রোববার সকালে আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ সেতুটি যান চলাচলের জন্য চালু করবে।'
Comments