ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বললেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি তার প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিবাসী বলে মনে করেন।

সিএনএন আয়োজিত এক অনুষ্ঠানে একজন সঞ্চালকের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন কমলা হ্যারিস। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিবাদী বলে মনে করেন কি না। জবাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, 'হ্যাঁ, আমি তা মনে করি।'

ডোনাল্ড ট্রাম্প যাদের শ্রদ্ধা করেন তাদের মধ্যে জার্মানির কুখ্যাত অ্যাডল্‌ফ হিটলারও আছেন বলে এক রিপোর্ট প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ট্রাম্প আমেরিকার জন্য বিপজ্জনক

কমলা হ্যারিস তার বক্তব্যে ট্রাম্পের সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ প্রশাসনের অনেক প্রাক্তন কর্মকর্তাদের উদ্ধৃত করেন।

কমলা বলেন, 'তারা স্পষ্টভাবে বলেছে যে তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছে তিনি আর যেন কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারেন। আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কল্যাণ ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।'

হিটলারের প্রসংশা করেছিলেন ট্রাম্প

কমলা তার বক্তব্যে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন, যেখানে ট্রাম্পের নিয়োগ দেওয়া চিফ অব স্টাফ জন কেলি বলেছেন, জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে উদ্ধৃত করে কেলি বলেছিলেন, হিটলারও কিছু ভাল কাজ করেছিলেন বলে মনে করেন ট্রাম্প। অ্যাডল্‌ফ হিটলারের মতো জেনারেল চেয়েছিলেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, 'কেলি একটি গল্প তৈরি করেছে।'

Comments