রিজার্ভে হাত না দিয়েও যেভাবে ৩ বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে বাংলাদেশ

আগামীতে আমাদের রিজার্ভ কী বাড়ানো সম্ভব? এসব ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতে প্রবাসীদের ভূমিকা কতটুকু?

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ ইতোমধ্যে পৌনে দুই বিলিয়ন ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে রিজার্ভে হাত না দিয়ে।

শুধু কী তাই? এর বাইরে বিভিন্ন প্রকল্পেরও ঋণ ও সুদ বাবদ প্রায় সোয়া এক বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার।

এত সংকটের মধ্যেও বাংলাদেশ কীভাবে রিজার্ভে হাত না দিয়ে বৈদেশিক ঋণ পরিশোধ করছে? আগামীতে আমাদের রিজার্ভ কী বাড়ানো সম্ভব? এসব ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতে প্রবাসীদের ভূমিকা কতটুকু?

জানব আজকের স্টার এক্সপ্লেইন্সে।

Comments

The Daily Star  | English

President's fate a political decision; no need to stage demos: Nahid

Information adviser says govt got the people's message, and decision has to be taken through discussions

2h ago