পরিচালকের অভিযোগ নিয়ে যা বললেন নায়িকা ববি

চিত্রনায়িকা ববি। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন পরিচালক জয় সরকার। 

২০২০ সালে 'আমার হৃদয়ের কথা' সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিয়ে সিনেমাটির শুটিংয়ের জন্য শিডিউল দেননি এমন দাবি পরিচালকের। 

পরিচালক জয় বলেন, 'চিত্রনায়িকা ববি "আমার হৃদয়ের কথা" সিনেমার জন্য ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিলেন। কিন্তু পরে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।' 

এ কারণে বিএফডিসিতে মহরত হলেও সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাক ফাতেমা কথাচিত্র পরে আর সিনেমাটির শুটিং শুরু করতে পারেনি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিত্রনায়িকা ববি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমাটি যখন সাইন করি সেই সময়ে তিনবার শুটিংয়ের তারিখ দেওয়ার পরও তারা শুটিং করতে পারেনি। এখানে আমার কোনো দোষ আছে বলে জানা নেই। এটা পরিচালক, প্রযোজকদের  ব্যর্থতা।'

'এরপর নিজে থেকে তাদের শুটিংয়ের কথা বলেছি। কিন্তু তারা শুটিং করতে পারেনি। আমি সাইনিং মানি পারিশ্রমিক হিসেবে নিয়েছি এটা সত্য,' বলেন তিনি।

ববি আরও বলেন, 'এটা চার-পাঁচ বছর আগের কথা। সেসময় সিনেমাটির শুটিং দেশের বাইরে হওয়ার কথা ছিল। তখন এই টিমের আদম পাচারের কথা শুনেছিলাম। এ কারণে তাদের সাবধানও করেছি। তারপর তাদের আর কোনো খোঁজ নেই। যা বলা হচ্ছে তা সত্য নয়।'

Comments