মতিয়া চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

ছবি: স্টার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসার সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে মতিয়া চৌধুরীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বাসার সামনে রাখা হয়। সেখানে তার রাজনৈতিক সহকর্মী, সমর্থক, অনুসারী ও পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রয়াত বর্ষীয়ান এ রাজনীতিবিদের ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানান, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ জন্য নতুন কবরের একটি কবরের জায়গা পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে আবেদন করা হয়েছে জানিয়ে মাসুদুল ইসলাম বলেন, এটা না পাওয়া গেলে তাকে স্বামী বজলুর রহমানের কবরে সমাহিত করা হবে।

বাংলাদেশের রাজনীতিতে 'অগ্নিকণ্যা' হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে জরুরি বিভাগেই তিনি মারা যান।

সর্বশেষ মতিয়া চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান তিনি।

ছয়বারের এই সংসদ সদস্য একাদশ ও দ্বাদশ সংসদে ক্ষমতাসীন দল নির্বাচিত সংসদ উপনেতা ছিলেন। এ ছাড়া, ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলার নাজিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে ইডেন মহিলা কলেজে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় তার।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago