সংসদ উপনেতা হতে পারেন মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হতে পারেন।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মতিয়া চৌধুরী পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন বলেও ধারণা করছেন দলের কয়েকজন নেতা।

তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে চান বলে দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

গত বছরের ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ার পর সংসদ উপনেতার পদটি শূন্য হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাজেদা টানা তৃতীয়বারের মতো একাদশ জাতীয় সংসদের উপনেতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

২০০৯ সাল থেকে টানা ৩ বার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। দলটির এখন সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাজেদা চৌধুরী সংসদের উপনেতা ছিলেন।

শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাজেদা চৌধুরীর মৃত্যুর পর সংসদ উপনেতার পদে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের প্রবীণ নেতাদের নাম আলোচনায় ছিল।

সংসদে উপনেতার পদ পূরণের কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাউকে উপনেতা হিসেবে নিয়োগ দেননি।

তবে আওয়ামী লীগ বরাবরই মন্ত্রী পদমর্যাদার একজন সিনিয়র নেতাকে এই পদে বসিয়েছে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago