সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যামের অবস্থা সংকটাপন্ন, সিসিইউতে চিকিৎসাধীন

সুজেয় শ্যাম। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। 

রাজধানীর একটি হাসপাতালে গত প্রায় চার মাস ধরে তিনি চিকিৎসাধীন আছেন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শিল্পীর কন্যা রুপা মঞ্জুরী শ্যাম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই। তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল। চিকিৎসকরা বলেছেন, সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন এখন রক্তে ছড়িয়ে গেছে। আগের চেয়ে শ্বাসকষ্টও বেড়েছে।'

'এমনতিতেই বাবা ক্যান্সারের রোগী। ডায়বেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও আছে। তাই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয় ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবমিলিয়ে অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে,' বলেন তিনি।

সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। তার করা গানগুলোর মধ্যে আছে-'বিজয় নিশান উড়েছে ওই', 'রক্ত দিয়ে নাম লিখেছি', 'রক্ত চাই রক্ত চাই', 'আহা ধন্য আমার জন্মভূমি', 'আয়রে চাষি মজুর কুলি', 'মুক্তির একই পথ সংগ্রাম', 'আহা ধন্য আমার জন্মভূমি', 'আয় রে চাষি মজুর কুলি', 'মুক্তির একই পথ সংগ্রাম'। 

Comments

The Daily Star  | English

Bangladesh lags behind in rooftop solar race

Despite significant potential for rooftop solar energy, Bangladesh has lagged behind in development, while Vietnam has emerged as a regional leader in the sector

41m ago