কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম মারা গেছেন
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম বৃহস্পতিবার দিবাগত রাতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বরেণ্য এই শিল্পীর মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
রাজধানীর একটি হাসপাতালে প্রায় চার মাস ধরে চিকিৎসাধীন ছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। তার করা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে- 'বিজয় নিশান উড়েছে ওই', 'রক্ত দিয়ে নাম লিখেছি', 'রক্ত চাই রক্ত চাই', 'আহা ধন্য আমার জন্মভূমি', 'আয়রে চাষি মজুর কুলি', 'মুক্তির একই পথ সংগ্রাম', 'আহা ধন্য আমার জন্মভূমি', 'আয় রে চাষি মজুর কুলি', 'মুক্তির একই পথ সংগ্রাম'।
Comments