মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হচ্ছে কাল
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন আগামীকাল মঙ্গলবার চালু হবে।
আজ সোমবার মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।
প্রায় তিন মাস পর স্টেশনটি চালু হতে যাচ্ছে বলে জানান তিনি।
জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। কাজীপাড়া স্টেশন ইতোমধ্যে চালু হয়ে গেছে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে।
স্টেশনটির প্রস্তুতির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমতি সাপেক্ষে মিরপুর-১০ স্টেশন চালু হবে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন।
জুলাইয়ে মেট্রোরেলের দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে, এক বছরের মধ্যেও স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না।
Comments